২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক সহ তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার ফুলবাড়ীতে জামায়াতের গণ বিক্ষোভ মিছিল রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর সভায় বক্তারা- আ.লীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার পলাতক আসামি ডাকাত তারেক দুই সহযোগীসহ আটক মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক সহ তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ -মিছিল, বিচার দাবি ও স্মরণ সভা অনুষ্ঠিত হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের ইতিহাসের সাক্ষী: বাঁশখালীর বখশী হামিদ মসজিদ ও মোঘল স্থাপত্যের নিদর্শন নাটোরে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোলায় শীতে উপযোগী করতে হাঁস পালনে ব্যস্ত খামারীরা৷
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নেছারাবাদে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
  • নেছারাবাদে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ঐতিহাসিক যাত্রা উদযাপনে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক। শহরের সাধারণ মানুষও র‌্যালি উপভোগ করেন এবং অনেকে যুবদল নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।র‌্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়ের, যুবনেতা মোঃ মারুফ তালুকদার, মোঃ আব্দুর রহিম, মোঃ আতিক হাসান ও মোঃ রাকিবুল ইসলাম রানা।বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।”তারা আরও বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে।” দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page