আব্দুল্লাহ্ আল মারুফ >>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ৭০ বছরের এক বয়স্ক বিধবা মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ ওঠেছে শওকত নামের এক যুবকের বিরুদ্ধে।
শনিবার ২৫ শে অক্টোবর (উপজেলার উত্তর কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে।ইতিমধ্যে ঘটনায় জড়িত ধর্ষককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত মো:শওকত(২৫)একই ইউনিয়নের উত্তর কাঞ্চন এলাকার বাসিন্দা।এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭০ বছরের বৃদ্ধা মহিলাকে শনিবার সকাল ১১টার সময় নিজ (বিধবা)বাড়িতেই ঢুকে মুখে কাপড়গুজে দিয়ে জোরপূর্বক ধর্ষন করা হয়।
অপরদিকে ধর্ষক শওকত কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি তদন্ত সুদীপ্ত রেজা, তিনি জানান ধর্ষনের মামলা প্রক্রিয়াধীন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া
,ভিডিও ফুটেজে ধর্ষক যুবক শওকত ধর্ষিতাকে দাদী দাদী বলতে দেখা যায়। বৃদ্ধার কাপড়চোপড়ে সামনে পেছনে শাড়ীতে রক্ত দেখা যাচ্ছে, এবং বৃদ্ধা বয়স্ক মহিলাটি এতই বৃদ্ধা যে!তার মুখে একটি দাঁতও নাই।সাতকানিয়ার কাঞ্চনার আলমগীর নামে একজন ব্যক্তি জানান, স্বৈরাচার হাসিনাকে আমরা তাড়িয়েছি মূলত দেশে সুশাসনের জন্য, এখন যা অবস্থা সাতকানিয়ায় তা স্বাধীনতা পরবর্তী সময়ে আর ঘটেনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার হোসেন জানান। কাঞ্চনায় সম্প্রতি ঘটে যাওয়া গ্রেফতারকৃত আসামী শওকতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে,তিনি ঘটনায় সরাসরি সম্পৃক্ত কিনা তদন্তের পর বলা যাবে,আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।











মন্তব্য