আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম নগরীতে ছাপা হচ্ছে জাল ডলার, ইউরো, দিরহাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকার অভিযান চালিয়ে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল টাকা, ডলার, ইউরো, রিয়াল, দিরহাম উদ্ধার সহ দুই আসামিকে আটক করেছে র্যাব- ৭।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকার অভিযান চালিয়ে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল টাকা, ডলার, ইউরো, রিয়াল, দিরহাম উদ্ধার করেছে র্যাব- ৭।আটককৃত মোঃ তানবিজ উদ্দিন (২০),কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার বিমু বিলছড়ি এলাকার মোঃ তাজ উদ্দিন’র পুত্র, মোঃ আসিফ (২২)চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার,বর্মা এলাকার -মোঃ আলাউদ্দিন,পুত্র।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জালিফ মাহমুদ খান বলেন,সম্প্রতি সিলেটে জাল মুদ্রা উদ্ধারের একটি ঘটনার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। সেখানকার তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকায় তল্লাশি চালিয়ে প্রথমে তানজীব (২০) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি আরও বলেন, তানজীব দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির সঙ্গে যুক্ত ছিল এবং সিলেটে আটক চক্রের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। তার বাসা থেকে বিভিন্ন দেশের জাল নোট উদ্ধার করা হয়েছে।
অনলাইনে চক্রটি জালনোট তৈরি সরবরাহ ও বাজারজাত করে আসছিলো বলে জানায় র্যাব। সংঘবদ্ধ এই চক্রের ২ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক।
মন্তব্য