নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই ছাত্রীর মর্মান্তিক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগা পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফিফা (২১) সাতকানিয়া উপজেলার ছদাহা ইনিয়ন ১ নং ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের কন্যা। হুজাইফা (৭)উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট চৌধুরী বাড়ির প্রবাসী জাফর আহমদ’র কন্যা।
মরহুম ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও নুরজাহান বেগমের মেয়ে হুজাইফা এবং তার খালাতো বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আফিফা গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে যায় তারা কিন্তু বিষয়টা রহস্যজনক।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন,পারিবারিক সূত্রে এমন তথ্য উঠে আসে।
এ বিষয়ে সাতকানিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।জাহেদুল ইসলাম জানান তদন্ত করে রিপোর্ট সংগ্রহের জন্য আমাদের একজন অফিসার গিয়েছেন,উনি আসলে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য