২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • হজযাত্রীদের পাসপোর্ট জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া মূলহোতা সাতকানিয়ায় গ্রেফতার
  • হজযাত্রীদের পাসপোর্ট জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া মূলহোতা সাতকানিয়ায় গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক >>> পবিত্র ওমরা হজ্জ পালনের প্রলোভন দেখিয়ে পাসপোর্ট জিম্মি করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ জাহেদুল ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    বুধবার (১৩ আগস্ট) র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কাঞ্চনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত,মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৮),চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকার -তাজুল ইসলামের পুত্র।

    আজকে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনৈক মোহাম্মদ জাহেদুল ইসলাম একটি ভূয়া এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে কম খরচে পবিত্র ওমরা হজ্জ পালনের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও পাসর্পোট নিয়ে যায়। পরবর্তীতে হজ্জ যাত্রীগন তার সাথে যোগাযোগ করলে প্রতারক যাত্রীদের পবিত্র ওমরা হজ্জ পালনে প্রেরণ করতে কালক্ষেপন শুরু করে এবং আত্মগোপনে চলে যায়। পরর্বতীতে ভুক্তভোগীরা উক্ত প্রতারকের সন্ধ্যান চেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রামের দুষ্টিগোচর হয় এবং একজন ভুক্তভোগী উক্ত প্রতারকের নামে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন মর্মে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে।

    এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার সিআর মামলায় সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী প্রতারক মোহাম্মদ জাহেদুল ইসলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কাঞ্চনা এলাকায় অভিযান পরিচালান করে আসামী মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৮) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, উপরোক্ত প্রতারনার কথা নিজ মুখে অকপটে স্বীকার এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহেদুল ইসলাম বলেন,জাহেদুল ইসলাম নামের কোন আসামি থানায় এখনো আসেনি আসলে বিস্তারিত জানানো হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page