নিউজ ডেক্স >>> চট্টগ্রাম বিভাগের নিপীড়িত, বঞ্চিত ও অধিকারহারা সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)’ ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এই সদস্যতা কার্যক্রমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) সাংবাদিক, গণমাধ্যমকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আবেদন করতে পারবেন। সোমবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এ তথ্য জানান। সংস্থাটি জানায়, চসাস-এর মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সংহতি জোরদার করা।সদস্যতার ক্যাটাগরি ও যোগ্যতা:১. সাধারণ সদস্য – গণমাধ্যমে অন্তত দুই বছর ধরে পেশাদার সাংবাদিকতা করছেন এমন ব্যক্তি, ২. সহযোগী সদস্য – উপজেলা পর্যায়ের সাংবাদিক বা একই জেলায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী, ৩. ফ্রিল্যান্স সাংবাদিক সদস্য – নিয়মিত কনটেন্ট তৈরি করে গণমাধ্যমে প্রকাশকারী স্বাধীন সাংবাদিক, ৪. বিশেষ/সম্মানিত/দাতা সদস্য – প্রশাসন, সুশীল সমাজ বা গণমাধ্যমের খ্যাতনামা ব্যক্তিত্ব, ৫. অনারারি সদস্য – সদস্যদের পরিবারবর্গ, যেমন স্বামী/স্ত্রী বা সন্তান, ৬. অনারারি জীবন সদস্য – সংস্থার জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তি, ৭. গবেষণা ও প্রশিক্ষণ সদস্য – সাংবাদিকতা বিষয়ে গবেষক বা প্রশিক্ষক, ৮. প্রবাসী সাংবাদিক সদস্য – বিদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, ৯. প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া সদস্য – ডিজিটাল কনটেন্ট নির্মাতা বা মিডিয়া টেকনোলজিস্ট, ১০. নাগরিক সাংবাদিক সদস্য – সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্লগে সক্রিয় নাগরিক সাংবাদিক, ১১. আপদকালীন সদস্য – সংকটাপন্ন সাংবাদিকদের জন্য অস্থায়ী সদস্যপদ, ১২. পৃষ্ঠপোষক সদস্য – সংস্থার উন্নয়নে অর্থায়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, ১৩. সাহিত্যিক ও সাংস্কৃতিক সদস্য – গণমাধ্যম সংশ্লিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব।আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুন ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র, বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংস্থার ফেসবুক পেজ ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস’ থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সাংবাদিকতার প্রমাণ, পরিচয়পত্র ও প্রকাশিত কাজের নমুনা সংযুক্ত করতে হবে। যোগাযোগের জন্য: মোবাইল (হোয়াটসঅ্যাপ): 01405-867487, ইমেইল: newsswapnerbangla@gmail.com, ওয়েবসাইট: www.chasas.com
মন্তব্য