মো. মুবিনুল হক।
নব রঙে রাঙা প্রভাতে, এলো বৈশাখ হাসিমুখে,
বাঙালির প্রাণের স্পর্শে জেগে উঠল বাংলা সুখে।
আবার বাজে ঢাকের তালে, পান্তা-ইলিশ প্রেমের খানে,
পুরনো ঐতিহ্য ফিরেছে আজ, হৃদয় ছুঁয়ে প্রাণের টানে।
দূর হয়েছে ভিন্ সাজে ছোঁয়া, অপসংস্কৃতির ছায়া,
শিরকের নামে মূর্তি গড়া, বুঝে গেছে আজ যে মায়া।
নতুন প্রভায়, নৈতিক ছোঁয়ায়, বাঙালি আজ গর্বিত,
নিজ ঐতিহ্যে প্রাণ দিয়েছে, প্রভুর নামে করিছে নত।
আলপনা নয়, আঁকা হয় গল্প, ধর্ম আর সংস্কৃতির সেতু,
মঙ্গল যাত্রা নয় এখন শুধু, সত্য-আলোকের নতুন পেটু।
গানের সুরে জেগে উঠে যে, আল্লাহু আকবর ধ্বনি,
বাংলার বুকে ফেরে সজীব, আত্মমর্যাদা, চেতনা ধনী।
বৈশাখ তুমি এসো বারেবারে, শুদ্ধ করে প্রাণের কোণ,
বাঙালির মনে রেখে যাও, ঈমান-ভরা ঐতিহ্যের পুনঃ।
—
মন্তব্য