১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফটিকছড়িতে রং মিস্ত্রী লেদুর আত্নহত্যা উখিয়ায় নারী সংক্রান্ত ঘটনায় হতাহত-৩ উখিয়ায় রাতের আধারে মাটি পাচার:ধাওয়া করে ডাম্প ট্রাক জব্দ বান্দরবানে জজকোর্ট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে আইন উপদেষ্টা ডা.আসিফ নজরুল রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে উজাড় হচ্ছে তিন ফসলি কৃষিজমি: প্রশাসন নিরব সুবিলে সুজন এর দ্বি-বার্ষিক সম্মেলনে ফারুক আহমেদ মোল্লা সভাপতি নির্বাচিত। মালদ্বীপে মানবিক চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মুক্তার আলী লস্করকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান। মোংলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ ও আলোচনা সভা । চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার।
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ও র‍্যালি আয়োজন
  • বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ও র‍্যালি আয়োজন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোহাম্মদ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ,জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য শক্তির প্রসারে দাবিতে বান্দরবানে জলবায়ু ধর্মঘট ও র‍্যালি আয়োজন করে জলবায়ু কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ।আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেসক্লাবে সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।ইয়ুথ নেট গ্লোবাল, ওয়াই ডি এস বি সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন সাংবাদিক মিডিয়া। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে ফায়ার সার্ভিস, ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াটার ইয়ুথ পার্লামেন্ট এবংOAB ফাউন্ডেশন,বান্দরবান পার্সিভিয়ারেন্স কোচিং, বান্দরবান পার্বত্য কোচিং সেন্টারসহ বিভিন্ন তরুণ কর্মীরা অংশগ্রহণ করেন।  রঙিন ব্যানার, পোস্টার আর নানা শ্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল।“ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”—এমন শ্লোগান তুলে ধরে তরুণরা বলেন, জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধ করে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দাবি জানান ।সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরে তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে।কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানি-নির্ভর বিদ্যুতে বিশ্বের উন্নত দেশ এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বন্ধ করতে হবে।ন্যায্য জ্বালানি রূপান্তরের উপর গুরুত্বারোপ করে সমাবেশে জলবায়ুকর্মীরা বলেন, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই বহুজাতিক ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকেও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।সরকারের সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) বাস্তবায়িত হলে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়বে, যা জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক। তারা এই পরিকল্পনা দ্রুত সংশোধনের দাবি জানান।ইয়ুথনেট গ্লোবাল বান্দরবান জেলার সমন্বয়ক শাওন বড়ুয়া বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করার দাবিও জানানো হয়।এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবাল’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী সাজ্জাদ হোছাইন, বান্দরবান জেলা সহ- সমন্বয়কারী জাহেদ হোসেন, সদস্য মংএ জজ, YDSB বান্দরবান জেলা ফাউন্ডার লিলি প্রু মার্মা, পার্বত্য কোচিং সেন্টার পরিচালক এবং বান্দরবান জেলা পরিষদ স্কুলের শিক্ষক রাহুল দাশ, সাবেক জেলা সমন্বয়কারী আসিফ ইকবাল ও বিভাগীয় এডভাইজার হাবিব আলমাহমুদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ ইব্রাহিম।YDSB ফাউন্ডেশন বান্দরবান জেলার ফাউন্ডার লিলি প্রু মার্মা বলেন, আদিকাল থেকেই জনগণ প্রকৃতি, জমি ও পানির রক্ষা করে এসেছে। কিন্তু তাদের কথা অনেক সময়ই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত হয়। আমাদের, তরুণদের দায়িত্ব—এই পরিবর্তন আনা। তিনি আরও বলেন, আমরা করতে পারি সংযোগ স্থাপন—তৃণমূল বাস্তবতা ও নীতিনির্ধারকদের মধ্যে। এর অর্থ হচ্ছে: জলবায়ু ফোরামে আদিবাসী তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে ঐতিহ্যবাহী জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান একসাথে কাজ করে, এবং নীতিনির্ধারণে ভাষা, প্রাসঙ্গিকতা ও অংশগ্রহণ নিশ্চিত করা। বান্দরবান পার্বত্য কোচিং সেন্টারের পরিচালক এবং জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ শিক্ষক রাহুল দাশ বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সৌর, বায়ু এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎসে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে হবে নিজ দেশের সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা এবং বিদ্যমান বনগুলিকে রক্ষা করা যাতে কার্বন ডাই অক্সাইড শোষণ এবং বায়ুর গুণমান উন্নত হয়।জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ঘরে টেকসই চর্চাগুলির জন্য উৎসাহিত করার জন্য শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা। ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান এক বিবৃতিতে বলেন, “জলবায়ু সংকটকে বিবেচনায় রেখে আমাদের শক্তি পরিকল্পনা তৈরি করতে হবে।আইইপিএমপিতে স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত না করে দরকার একটি ন্যায্য, স্বচ্ছ ও স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটানো পরিকল্পনা। তিনি আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিক্রি করা চলবে না। নবায়নযোগ্য শক্তির প্রসারই একমাত্র টেকসই পথ।” সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর অংশ হিসেবে বাংলাদেশে ‘ইয়ুথনেট গ্লোবাল’, এবং ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ গ্রুপ’ এ কর্মসূচির আয়োজন করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ২০১৮ সাল থেকে বিশ্বের নানা প্রান্তে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে তরুণরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছে। বাংলাদেশে ইয়ুথনেট গ্লোবাল প্রতিবছর এই বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page