আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া অনুমোদন বিহীন পুকুর খননের খবর পেয়ে তৎকানিক ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।বুধবার ২৫ মার্চ রাত ১২ হতে রাত ৩ টা পর্যন্ত সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস,অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।দন্ডিত তাজুল ইসলাম আকাশ (২৬)উপজেলার কেঁওচিয়া ছদাহা পূর্ব খোদ্দ পাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র।বিকেল পাঁচটার দিকে সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহকারী ফয়সাল আমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া পৌরসভা এলাকায় অনুমতি ব্যতীত ও অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে তাজুল ইসলাম আকাশ (২৬) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয় তিনটি ডাম্পার জব্দ করা হয়।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস কে ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য