নিউজ ডেক্স >>> চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য ও দৈনিক আজকের বাংলার প্রতিনিধি সাংবাদিক তুষার দাশের আলকরনের বাসায় কিছুক্ষণ আগে এক নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাংবাদিক তুষার দাশসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।চট্টগ্রাম সাংবাদিক সংস্থা এ বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।এই কঠিন সময়ে আমরা সকল সাংবাদিক ও সহকর্মীদের আহ্বান জানাই, সাংবাদিক তুষার দাশ ও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
মন্তব্য