১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় গঁলায় ওরনা পেচিয়ে হত্যা না আত্মহত্যা? স্বামী আটক চাঁপাইনবাবগঞ্জ ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার বোয়ালখালীতে সাধারণ পথচারী রোজাদারদের মাঝে তোহফার পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোয়াংছড়ি শীলাওয়াইংসা মহাথ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভক্তদের ঢল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে চাটখিলে বিএনপি’র দোয়া ও ইফতার কাদের মির্জার খুনের রাজনীতির শিকার সাংবাদিক মুজাক্কির – বিএনপি নেতা ফখরুল ইসলাম বাগেরহাটে জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ যৌতুকের জন্য বলি হয়েছে নাদিয়া বেগম
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে তরমুজের দাম নাগালের বাইরে
  • তানোরে তরমুজের দাম নাগালের বাইরে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ। তবে অনেকটা সাধারণের নাগালের বাইরে। এছাড়াও বিভিন্ন বাজারের ফলের দোকানগুলোতেও প্রচুর পরিমাণে তরমুজ আসতে শুরু করেছে। আবহাওয়া শুষ্ক থাকায় বিক্রির পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে বলে জানান বিক্রেতারা। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে ও সড়কের পাশে তরমুজ বিক্রি করতে দেখা গেছে। ফলের দোকানগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।তরমুজ কিনতে আসা ক্রেতা শিক্ষক বকুল হোসেন বলেন, গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় ফল তরমুজ। এটি শুধু শীতলকারক, তৃষ্ণা নিবারক ও প্রশান্তিদায়কই নয়, চিকিৎসকদের মতে তরমুজে সাইট্রলিন নাইট্রিক অক্সাইড উৎপাদন করে। তানোর পৌর সদরের ফল ব্যবসায়ী খোকন বলেন, বর্তমানে বাজারে পতেঙ্গা, কুয়াকাটা, বরিশালসহ বিভিন্ন জেলার মোকাম থেকে কালো ও বাংলালিংক জাতের এসব তরমুজ শহরের আড়তগুলোতে আমদানি করছে। সেখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছি। ওই ব্যবসায়ী আরও বলেন, প্রতি বছর এই মৌসুমি ফলের ব্যবসা করি। এ অঞ্চলে তরমুজের আবাদ তেমন হয় না। কয়েকটি এলাকাতে অল্প পরিসরে আবাদ হলেও এই সময়ে বাজারে আসে না। আমরা রাজশাহী ও নাটোর থেকে তরমুজ নিয়ে এসে বিক্রি করি। এর স্বাদ ভালো থাকায় বাজারে চাহিদা আছে। বেশ কয়েক দিন ধরে বিক্রি করছি। বেচাকেনা এখনো সেভাবে জমে ওঠেনি। তবে রমজান মাসে বেচাকেনা জমে উঠবে। তানোর উপজেলা হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন বলেন, তরমুজ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। টিউমারের বৃদ্ধি হ্রাস করে, ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এর বিটা ক্যারোটিন হৃদযন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিহত করে। এতে বিদ্যমান পটাশিয়াম ফ্লুরিড ও মিনারেলের ভারসাম্য ঠিক রাখে, মাংস পেশির অতিরিক্ত সংকোচন দূর করে। এটি ফুসফুস, যকৃত কিডনি ও পাকস্থলীকে শক্তিশালী করে। পেপটিক আলসার সৃষ্টিতে বাধা দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে বলে জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page