১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • সাতকানিয়ার ডাক্তার মোজাহেরুল হকের প্রতিষ্ঠিত মসজিদে তালা 
  • সাতকানিয়ার ডাক্তার মোজাহেরুল হকের প্রতিষ্ঠিত মসজিদে তালা 

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
     আব্দুল্লাহ আল মারুফ  নিজস্ব প্রতিবেদক >>>
    দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া হাতিয়ারকুল এলাকার বলকিজার বর বাড়ির সাতকানিয়ার প্রবীণ চিকিৎসক ডাক্তার মোজাহেরুল হকের প্রতিষ্ঠিত  আল্লামা ফজলুল্লাহ ফাঊন্ডেশন কর্তৃক নির্মিত জামে মসজিদের দরজায় ঝুলছে তলা হচ্ছে না আজান মুসল্লিদের নামাজ আদায়ে বাহিরের বারান্দায়।বাঁধা সৃষ্টি করেছে বলে খবর পাওয়া গেছে।গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।এঘটনায় মাহমুদুল করিম নামের ১ব্যক্তিকে মারধর করে বলে জানা যায়।এবিষয়ে রেজাউল করিম (৬০) বাদী হয়ে মোহাম্মদ শিবলী (৬৫),সৈয়দ সাইফ
    (২৩), মোহাম্মদ জোবায়ের (৪০),  সৈয়দ সাউদ (৩৫) এবং  সৈয়দ আসিফ (২১) এর নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,বিগত ২০০৫ সনে আমার পিতা নুরুল হক জীবিত থাকাবস্থায় ১নং বিবাদীকে নিয়া যৌথভাবে আমাদের জায়গার মধ্যে আল্লামা ফৌজুল্লাহ ফাউণ্ডেশনের মাধ্যমে একটি মসজিদ নির্মাণ করেন। উক্ত মসজিদ নির্মাণ করার পর উপরোক্ত ১নং বিবাদী মসজিদটি দেখাশুনা করিত। কিন্তু আমাদের পরিবারের সকলে উক্ত মসজিদে আর্থিক সহায়তা প্রদান করিতাম। আমরা ১নং বিবাদীকে আর্থিক অনুদান দেওয়া স্বত্ত্বেও উক্ত বিবাদী মসজিদের ঈমামের বেতন, উন্নয়ন কাজ ও বিদ্যুৎ বিল ঠিকমত পরিশোধ করিত না। এমনকি উক্ত বিবাদী মসজিদের মধ্যে তালা মারিয়া চাবি নিয়া সে চট্টগ্রাম শহরে চলিয়া যাইত। যাহার ফলে এলাকার মুসল্লিবৃন্দ ঠিকমতো নামাজ আদায় করিতে পারিত না। উক্ত বিষয়ে আমি সহ আমার পরিবারের লোকজন ১নং বিবাদীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করিলে, উক্ত বিবাদীর সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয়। গত ০২/০২/২০২৫খ্রি. দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় আমি মসজিদের অন্যান্য মুসল্লিদের উপস্থিতিতে ঈমাম সাহেবের বিষয় নিয়া উপরোক্ত ১ ও ৩নং বিবাদীদ্বয়ের সাথে
    মসজিদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ সময় ১নং বিবাদী মসজিদটি তাহার নিজের মর্মে দাবী করিয়া মুসল্লিদের সম্মুখে জোর পূর্বক মসজিদের দরজায় তালা মারিয়া দেয়। গত০৩/০২/২০২৫খ্রি. সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় আমার ছোট ভাই মাহমুদুল করিম (৫৮) সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া ইউপিস্থ ৫নং ওয়ার্ড, গারাঙ্গিয়া, হাতিয়ারকুল এলাকায় আমার বাড়ীর পার্শ্ববর্তী চায়ের দোকানের থেকে চা-নাস্তা খাইয়া বাড়ীতে আসার পথে চায়ের দোকানের সামনে রাস্তার
    উপর পৌঁছামাত্র সকল বিবাদীগণ আমার ভাই মাহমুদুল করিমের গতিরোধ করিয়া তাহাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।তখন আমার ভাইয়ের ডাক চিৎকার শুনে আমি ও আমার চাচাতো ভাই  মঞ্জুরুল হক (৪৮), আমার প্রতিবেশি  আব্দুস শুক্কুর (৪২),
    মোহাম্মদ জাফর (৫০) সহ বিভিন্ন লোকজন  আগাইয়া আসিতে দেখিয়া বিবাদীগণ দ্রুত
    ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। পরবর্তীতে আমি উপস্থিত লোকজনের সহায়তায় আমার ভাই মাহমুদুল করিমকে (৫৮) গুরুত্বর জখমী অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি।
    সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এব্যাপারে মামলার বিবাদী মোহাম্মদ শিবলী সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মসজিদে তালাবদ্ধ করেনি এলাকার কিছু কুচক্রী  মহল  মহল আমার মান-সম্মান বিনষ্ট করার জন্য তারা নিজেরাই মসজিদে তালা দিয়ে এ ধরনের গুজব ছড়াচ্ছে,এই মসজিদে আমাদের জায়গা দানপত্র করেছি। সেই মসজিদে আমি তালা দেওয়ার কোন প্রশ্নই আসে না।
    এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তফা কামাল খান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,মসজিদে তালাবদ্ধের একটি অভিযোগ পেয়েছি এবং আমাদের পুলিশ টিম তা তদন্ত করতেছে তদন্ত সাপেক্ষে  দ্রুত ব্যবস্থা গ্রহণ করা

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page