সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কার ভর্তি ভারতীয় চিনি আটক করা হয়েছে।তবে উক্তো ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।পুলিশ সূত্রে জানা যায়,সোমবার (২৩শে সেপ্টেম্বর) বিকেল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিরাইমারা এলাকা সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে ও এ এস আই সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কার ( রেজি নং – ঢাকা মেট্রো -ক – ০৪-০১৬৮) আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা চালক ও চোরাকারবারী পালিয়ে যায়।পুলিশ এ সময় গাড়ী থেকে ১২ বস্তা ভারতীয় চিনি আটক করে থানায় নিয়ে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য