১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী  শোক_সংবাদঃ নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নরসিংদী জেলা কমিটির শুভ উদ্বোধন আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • সুনামগঞ্জে জলবায়ু বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সুনামগঞ্জে জলবায়ু বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জে জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক স্টেকহোল্ডারদের নিয়ে দিনব্যাপী পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল থেকে জার্মান সরকারের অর্থায়নে,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ক্লাইম এক্মচেইজ্ঞ এর আয়োজনে,বাংলাদেশের হাওর অঞ্চলে টেকসই জনগোষ্ঠীর জীবনমানের লক্ষ্যে জলবায়ূ স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক “স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারের হলরুমে এ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।এফআইভিডিবি’র নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর সভাপতিত্বে ও এফআইভিডিবি’র ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্য’র সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন আল-মুজাহিদ।কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. একেএম নুরুজ্জামান, কর্মশালায় আরও বক্তব্য দেন, জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের ইমপ্লিমেন্টেশন ম্যানেজার শানিন মুনতাহা,এনজিও সংস্থা পদক্ষেপ এর মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মনিরুজ্জামান,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিািভশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারন সম্পাদক সোহেল তালুকদার,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও অর্থ সম্পাদক ইয়াকুব শাহারিয়ার,দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,পিকেএসএফ-এর সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দরা।কর্মশালায় সার্বিক তত্বাবধানে ছিলেন,আইএফএসপি’র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ সালাহ উদ্দীন।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ বলেন,কোন প্রকল্প বাস্তবায়নের পূর্বে স্থানীয় অংশীজনের সাথে আলোচনা করে কার্যক্রম গ্রহণ করা হলে এবং বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে প্রকল্প নিশ্চিতভাবে সফল হয়। তিনি কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ওয়াক্ত সদস্য এবং তিনটি হাটির প্রতিনিখেদের উপস্থিতি দেখে প্রকল্পের সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন,টিএমএমএস এর সেক্টর প্রধান (আইসিটি ও পরিবেশ) ঢাকার ড. নিগার সুলতানা।ড. নিগার সুলতানা বলেন,জার্মান সরকারের অর্থায়নে মরুু এর সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,পিকেএসএফ তিনটি সহযোগী সংস্থা টিএমএসএস,এফআইডিডিক্রি এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র-এর মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো জলবায়ূ পরিবর্তনের কারণে হাওর এলাকায় তীর ও আকস্মিক বন্যার ঢেউয়ের ফলে সৃষ্ট ভাঙন থেকে হার্টিসূহকে রক্ষা করা এবং হাটিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এ লক্ষ্যে সিসি বøক রিভেটমেন্ট এবং রিটেইনিং ওয়াল নির্মাণ, নির্মিত রিটেইনিং ওয়ালের পাশে স্থানীয় প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজায়ন, স্থাপনার টেকসহিতা বৃদ্ধি এবং কমিউনিটি স্পেস-এর উঠান উঁচুকরণ ইত্যাদি কর্মকান্ড বাস্তবায়ন।এ সকল কার্যক্রম বাস্তবায়িত হলে হাওর এলাকার প্রায় ৪৫০০ পরিবার উপকৃত হবেন,এলাকার জীববৈচিত্র সংরক্ষণ হবে এবং জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানের ক্রমোন্নয়ন উন্নয়ন ঘটবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জলবায়ূ পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় আমরা সফলতা লাভ করতে পারবো।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বজলে মোস্তাফা রাজী বলেন, উল্লেখ করেন যে,সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগসমূহ জলবায়ূ পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অবদান রাখছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পিকেএসএফ ভবিষ্যতে এ এলাকায় আরও বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করবে।পাইলট প্রকল্প হিসাবে বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে নির্বাচন করার জন্য তিনি পিকেএসএফসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ
    চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড 
    শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত
    মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর।
    লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু
    নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নরসিংদী জেলা কমিটির শুভ উদ্বোধন
    বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ
    তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল

    You cannot copy content of this page