আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন,আয়,খাদ্য,পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উন্নত জাতের সোনালী মুরগী বিতরণ করা হয়েছে।রোববার সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও Livestock Gift Kit-24 প্রোগ্রামের আওতায় রুপালি কেশবা গ্রামে এ মুরগী বিতরণ করা হয়।বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল আজীজ,এপির প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি,স্পনসরশীপ ও শিশু সুরক্ষা অফিসার লরেন্স সঞ্জয় মল্লিক প্রমুখ।জানা যায়,কিশোরগঞ্জ সদর,পুটিমারী,নিতাই,বাহাগিলী,রনচন্ডী,চাঁদখানা ইউনিয়নের১৭৫জন সুবিধাভোগীদে মাঝে ২টি করে মোট ৩৫৯টি সোনালী মুরগী বিতরণ করা হয়।











মন্তব্য