আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে জাহেদুল ইসলাম ও তার ২ছেলেসহ তিন কাঠমিস্ত্রি পরিবারের ৬টি বসতঘর ভস্মিভূত হয়েছে।এতে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।গতকাল বুধবার (৫জুন) সন্ধার সময় উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর দোলাপাড়া গ্রামে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।জাহেদুল ওই গ্রামের মৃত হাফে মামুদের ছেলে।এ ঘটনায় কাঠমিস্ত্রি পরিবারগুলো সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তানাদী নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।আর কিভাবে ঘুরে দাঁড়াবেন এ নিয়ে তারা মুষড়ে পড়েছেন।স্থানীয়রা জানায়,সন্ধার দিকে জাহেদুলের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।এসময় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।এতে ৬টি বসতঘর,ঘরে রক্ষিত আসবাবপত্র,ধান-চাল,নগদ ২লাখ টাকাসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকাবাসির সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মহরম আলী অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











মন্তব্য