৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
আন্তর্জাতিক:

তামিমের ‘৩৫’ ও ‘৬’–এর অপেক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে একসঙ্গে খেলছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সামনে এখন বিপিএলের অনন্য এক মাইলফলক ছোঁয়ার হাতছানি, যেখানে কারও পা পড়েনি এখনো।

তামিম, মুশফিক দুজনকেই ডাকছে বিপিএলে প্রথম তিন হাজার রানের মাইলফলক। যেখানে পৌঁছাতে তামিমের দরকার ৩৫ রান, মুশফিকের ৯২ রান। আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স ম্যাচই হয়তো পেয়ে যেতে পারে বিপিএলের প্রথম তিন হাজার রান করা ব্যাটসম্যান।

বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান।

 

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবাল

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবালপ্রথম আলো

তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলে তামিমই প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এবার লড়াইটা তাঁদের তিন হাজার রানের। এখন পর্যন্ত বিপিএলে ৯০ ম্যাচের ৮৯ ইনিংসে ব্যাটিং করে ২৯৬৫ রান তুলেছেন তামিম। ১২২.৮২ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। আর মুশফিক ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে ১৩২.৯০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৯০৮ রান। এই উইকেটকিপার–ব্যাটসম্যান অবশ্য ১৮টি অর্ধশতকের কোনোটিকেই তিন অঙ্কে নিতে পারেননি।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page