১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু

তামিমের ‘৩৫’ ও ‘৬’–এর অপেক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে একসঙ্গে খেলছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সামনে এখন বিপিএলের অনন্য এক মাইলফলক ছোঁয়ার হাতছানি, যেখানে কারও পা পড়েনি এখনো।

তামিম, মুশফিক দুজনকেই ডাকছে বিপিএলে প্রথম তিন হাজার রানের মাইলফলক। যেখানে পৌঁছাতে তামিমের দরকার ৩৫ রান, মুশফিকের ৯২ রান। আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স ম্যাচই হয়তো পেয়ে যেতে পারে বিপিএলের প্রথম তিন হাজার রান করা ব্যাটসম্যান।

বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান।

 

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবাল

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবালপ্রথম আলো

তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলে তামিমই প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এবার লড়াইটা তাঁদের তিন হাজার রানের। এখন পর্যন্ত বিপিএলে ৯০ ম্যাচের ৮৯ ইনিংসে ব্যাটিং করে ২৯৬৫ রান তুলেছেন তামিম। ১২২.৮২ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। আর মুশফিক ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে ১৩২.৯০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৯০৮ রান। এই উইকেটকিপার–ব্যাটসম্যান অবশ্য ১৮টি অর্ধশতকের কোনোটিকেই তিন অঙ্কে নিতে পারেননি।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page