বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ভট্রবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে ক্যাবল ব্যবসায়ী মো. জোয়াদ আলী(৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার(২আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে ভাইঘাট বাঘিল নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মধুপুর ক্যাবল অপারেটর সমিতির দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি জানান, রাত ৯টার দিকে জোয়াদ আলী ধনবাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। পথিমধ্যে ভাইঘাট বাঘিল নামক স্থানে মেইন রোড ক্রস করার সময় মধুপুর দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেলের ৪জন আরোহী গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জোয়াদ আলীর অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জোয়াদ আলীর অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং পথিমধ্যে তার মৃত্যু হয়।তার এই অকাল মৃত্যুতে মধুপুর ক্যাবল অপারেটর ব্যবসায়ী শোক প্রকাশ করেছেন এবং মধুপুর ক্যাবল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
০৩-০৮-২০২৩
মন্তব্য