জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সদর ইউনিয়নের কামঠানা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সত্তর শতক জমি দীর্ঘ ৩০ বছর যাবত ধরে দখল করে আছে একই গ্রামের ভুমি দস্যু লক্ষ্মণ সরকার ও তার ছেলে প্রনব সরকার বুলেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । শহীদ মুক্তিযোদ্ধা মুন্সী নজরুল ইসলামের ছেলে মুন্সি মোহাম্মদ আলী বাদী হয়ে রবিবার (২৩ জুলাই) বিকালে একই গ্রামের লক্ষ্মণ সরকার ও তার ছেলে প্রনব সরকার বুলেটের নামে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।এজাহার কপি ও অভিযোগ সুত্রে জানা গেছে, ৭৭ নং কামঠানা মৌজার ৮৬৬ ও ১৪৪৬ দাগে ৭০ শতক জমি দলিল মূলে ক্রয় করেন শহীদ মুক্তিযোদ্ধা মুন্সি নজরুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম যাহার দলিল নং ৮৬৮ তারিখ ২৫-৩-৮৯ ইং। কিন্তু উল্লেখিত জমির দলিল থাকা স্বত্বে একই গ্রামের লক্ষ্মণ সরকার ও তার ছেলে বুলেট সরকার দীর্ঘ দিন যাবত ওই জমিতে ঘের কেটে পলাশ বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ীকে সাত লাখ টাকার বিনিময়ে ঘেরটি লিজ দিয়ে দখল করে আছেন। শহীদ মুক্তিযোদ্ধা মুন্সি নজলল ইসলামের ছেলে মুন্সি মোহাম্মদ আলী জমি দখলের জন্য এলাকায় ২/৩ বার শালিশ বৈঠক করে কোন ফল পাই নেই। ভুমি দস্যু লক্ষ্মণ সরকার ও তার ছেলে বুলেট সরকারে সন্ত্রাসী বাহিনীর সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধা মুন্সি নজরুলের পরিবার জমি দখল নিতে পারছে না ।শহীদ বীর মুক্তিযোদ্ধা মুন্সি নজরুল ইসলামের ছেলে মুন্সি মোহাম্মদ আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমার পিতা ১৯৭১ সালে ডিসেম্বর মাসে ভাটিয়াপাড়া পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে যুদ্ধ করে শহীদ হয়েছেন। সেই বীর মুক্তিযোদ্ধার সন্তানের জমি জবর দখল করে নিয়েছে ভুমি দস্যু লক্ষ্মণ সরকার ও তার ছেলে বুলেট সরকার। এঘটনায় অভিযুক্ত লক্ষ্মণ সরকার বলেন আমার কোন দলিল পত্র নাই, আমি দীর্ঘ ৩০ বছর যাবত ভোগ দখল করে লিজ দিয়ে খাচ্ছি। তাছাড়া তিনি আরো বলেন আমার ছেলে বুলেট এ ব্যাপারে ভালো বলতে পারবে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন এজাহার পেয়েছি বিধি মোতাবেক আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য