আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>
সাতকানিয়ায় এক হাফেজে কোরআন ও শিক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে।উক্ত হয়রানিমূলক মামলা হতে অব্যাহতির দাবী জানিয়ে ভুক্তভোগী ওই হাফেজ সংবাদ সম্মেলন করেছেন।গত(২১ জুলাই) শুক্রবার সকালে উপজেলার কেরানীহাটেস্ত একটি রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।সংবাদ সম্মলনকারী ও ভুক্তভোগীর নাম হাফেজ মোঃ রাসেল (২২)।তিনি উপজেলার আট নং ঢেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ফকিরপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে ও বায়তুশ শরফ মাদ্রাসার ফাজিল শ্রেনির ছাত্র।তিনি কেরানীহাটস্থ আপেল রেষ্টুরেন্টে লিখিত বক্তব্যে বলেন, তার আপন চাচা আব্দুস সালাম (৫৫) বাদী হয়ে চট্টগ্রাম আদালতে আমি (হাফেজ মোঃ রাসেল) সহ ৫ জনের নামে মারামারির ঘটনায় গত ২৭ মার্চ ২০২৩ ইং একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১৮/২০২৩।মামলাটি তদন্তের দায়ভার গ্রহন করেন সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরীহাট তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক কাজী জাহাঙ্গীর আলম।দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি এলাকায় গিয়ে তদন্ত না করে বাদির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এলাকায় তদন্তে না গিয়ে পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা তথ্য প্রদান করেন। যা বানোয়াট ও মিথ্যা। উক্ত মিথ্যা মামলা হতে আমরা সকলে অব্যাহতি চাই।উক্ত মামলা হতে সকলকে অব্যাহতি দেওয়ার জন্য উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মন্তব্য