১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ ফুলবাড়ীতে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় জরিমানা ও সিলগালা মোংলা উপজেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার(কাজী) কল্যান সমিতির নতুন কমিটি গঠন দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান সাতকানিয়া কাঞ্চনা এ.কে.বি.সি ঘোষ ইনিস্টিউট উচ্চ বিদ্যালয়ের (কাঞ্চনা হাইস্কুলের)এডহক কমিটি গঠন চট্টগ্রামে বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রানা, সম্পাদক রাসেল রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন ও পুনর্মিলনী ১৯ এপ্রিল ৬৬ দফা সংস্কার প্রস্তাবের ১৬টি নিয়ে মতানৈক্য বিএনপির: সালাহউদ্দিন আহমেদ নির্বাচনের আগে মৌলিক সংস্কারসহ তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> খেলাধুলা >> ফুটবল >> বিনোদন
  • ব্রাজিলের মুকুটবিহীন ‘রানী’ মার্তা
  • ব্রাজিলের মুকুটবিহীন ‘রানী’ মার্তা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আন্তর্জাতিক ডেক্স 

    এএফপি) : কেউ কেউ তাকে ‘স্কার্ট পড়া পেলে’ নামে ডাকতো, তবে ব্রাজিলিয়ান এই নারী ফুটবল তারকা তার সমর্থকদের কাছে ‘কুইন মার্তা’ হিসেবেই পরিচিত। চলমান বিশ্বকাপের পরে আর দেখা যাবেনা নারী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তীকে।
    সম্প্রতি ইউটিউব চ্যানেল কেজটিভি’তে দেয়া এক সাক্ষাতকারে ৩৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবল নিশ্চিত করেছেন নি:সন্দেহে এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যদিও পারফরমেন্স বিবেচনায় ফুটবলের এই রানীকে তার দল প্রথমবারের মত বিশ্ব আসরের শিরোপা দিতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা থেকেই যায়। মার্তা নিজেও ইনজুরির সাথে লড়াই করতে করতে এখন অনেকটাই ক্লান্ত।আগামীকাল পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু করবে। তার আগে দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফল তারকা মার্তা বলেছেন, ‘এটাই স্বঅবাবিক যে, ২০ বছর আগের মার্তা আর আমি নই। কিন্তু শারিরীক ভাবে আমি বেশ সুস্থ আছি এবং মানসিক ভাবে আরো বেশী ভাল অনুভব করছি।’সম্প্রতি মার্তা ক্যারিয়ারের সবচেয়ে বাজে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নারী ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা হয়। ২০০৭ সালে সেলেসাওরা যখন প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তখন আন্তর্জাতিক ভাবে মার্তাকে নিয়ে আলোচনার ঝড় উঠে। এর আগে অবশ্য ব্রাজিলের হয়ে ২০০৪ সালে অলিম্পিকে রৌপ্য পদক জয় করেছেন মার্তা। চার বছর পরের অলিম্পিকেও সেই পদক ধরে রেখেছিল ব্রাজিল।বিশ্বকাপে ব্রাজিলের পুরুষ ও নারী দল মিলিয়ে পাঁচ আসরে মার্তা সর্বকালের সর্বোচ্চ ১৭ গোল করে ইতিহাস রচনা করেছেন। তার থেকে একটি কম গোল করেছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজা। এখন তার সামনে সুযোগ সেই রেকর্ডকে আরো সমৃদ্ধ করা।এবারের দলে মার্তা তার দীর্ঘদিনের দুই অভিজ্ঞ সতীর্থকে পাচ্ছেন না। সতীর্থ আরেক কিংবদন্তী ফোরমিগা সাতটি বিশ্বকাপ খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছেন। অন্যদিকে ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানে এবারের দলে জায়গা পননি। গুরুতর হাঁটুর ইনজুরির কারনে মার্তা নিজেও প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০০৩, ২০১০ ও ২০১৮ সালের তিনবারের কোপা আমেরিকা বিজয়ী মার্তা গত বছর ইনজুরির কারনে এই টুর্ণামেন্টে খেলতে পারেননি। ব্রাজিল সফলভাবে তাদের শিরোপা ধরে রেখেছিল। ফেব্রুয়ারিতে দলে ফিরে জাপানের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের মাধ্যমে ব্রাজিলকে শিবিলিভস কাপ উপহার দেন। ঐ ম্যাচে ফিরে মার্তা বলেছিলেন, ‘ক্যারিয়ারে এই প্রথমবারের মত এত লম্বা সময় আমি খেলার বাইরে ছিলাম। আমি অনেক কষ্ট পেয়েছি।’মার্তা হয়তোবা ব্রাজিল কিংবদন্তী পেলের মত তিনটি বিশ্বকাপ জয় করতে পারেননি, কিন্তু নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বর্ণাঢ্য একজন খেলোয়াড় হিসেবে মার্তার নাম লেখা থাকবে। ছয়বার তিনি ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় বিবেচিত হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় । জাতিসংঘের লিঙ্গ সমতার শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ব্রাজিলের নারী ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার নাম মার্তা।নি¤œবিত্ত পরিবারে জন্ম নেয়া মার্তা ভিয়েরিয়া ডা সিলভা অর্থের অভাবে স্কুলে যেতে পারেননি। নয় বছর বয়সে প্রথম শিক্ষার হাতেখড়ি হয়। স্কুল লিগে খেলার মাধ্যমে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মার্তা রিও ডি জেনিরোর একটি নারী ক্লাবে ট্রায়াল দেবার সুযোগ পান। ১৪ বছর বয়সে প্রথম ঐ সময় মার্তা ঘরের বাইরে পা রাখেন। এক ট্রায়ালেই সকলের নজড় কাড়েন এবং ভাস্কো দা গামা যুব দলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই ক্লাবের সিনিয়র দল থেকেই পেশাদার ক্যারিয়ারের শুরু। মাত্র ১৭ বছর বয়সে ২০০৩ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পান। বছরখানেক আগে হয়েছিল জাতীয় দলে অভিষেক। বিশ্বকাপ খেলার একমাস পর সুইডিশ ক্লাব উমেয়াতে যোগ দেন। ঐ বছরই প্রথমবারের মত বিশ্বসেরা নারী ফুটবলারের মনোনয়ন পান। এরপর ২০০৬-২০১০ সাল পর্যন্ত টানা পাঁচবার এই ট্রফি জয় করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে ওরলান্ডো প্রাইডের হয়ে এখনো পর্যন্ত খেলছেন।ব্রাজিলের হয়ে রেকর্ড ১২২ গোল করেছেন। যা পেলে ও নেইমারের ৭৭ গোলের রেকর্ডকে অনেক আগেই ছাড়িয়ে গেছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page