আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> সাতকানিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাটানো হয়েছে। এর মধ্যে ডাকাতি জিআর মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত-০১ জন, সিআর মামলার ১ বছরের সাজা প্রাপ্ত ০১ জন এবং অন্য আরেকটি সিআর মামলার ১ বছরের সাজা প্রাপ্ত ০১ জন সহ সর্বমোট ০৩ জন।২২ জুলাই’২৩ ইং শনিবার ২৪ ঘন্টায় সাতকানিয়া পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ শিবলী নোমানের নির্দেশনায় ও সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাতের তত্ত্বাবধানে থানার একাধিক পুলিশ টীম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।সাতকানিয়া থানার এএসআই(নিরস্ত্র) মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা নং-৩১৫/০১, সাতকানিয়া থানার মামলা নং-০১(৭)২০০১, জিআর মামলা নং-৯১/২০০১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ১০ বছর সাজা ও ৩৫০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী এস্তাক(৪৬), পিতা-আবু বক্কর, সাং-পাহাড়তলী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।দায়রা নং-১৫৫০/১৮, সিআর মামলা নং-৫৯/১৮, ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ০১ বছর সাজা ও ২৪০,০০০/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ জিয়াবুল হক(৩৩), পিতা- আবুল কাশেম, গ্রাম-ছোট ঢেমশা, ছদাহা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে ছদাহা ছোট ঢেমশা নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ কক্সবাজার কলাতলী লাইট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-১৫০/১৮, ধারা- ১৯৮০ সনের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ০১ বছর সাজা প্রাপ্ত আসামী সিকান্দর বাদশা (২৮), পিতা- মুন্সী মিয়া, গ্রাম-চাঁদের পাড়া, ৫নং ওয়ার্ড, ধর্মপুর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, থানার বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত সকল আসামীদের গ্রেফতারপুর্বক আইনে সোপর্দ্দ করতে সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। বাকি সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য