জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ৭৭ নং ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ বছর যাবত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঝুলে রয়েছে। নিরব রয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।গত সোমবার (১৭ জুলাই) সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নিয়ে বিবাদের কারণে কমিটি ঘোষণা করতে পারছেন না কর্তৃপক্ষ। ওই বিদ্যালয়ের দাতা সদস্যের জন্য মোঃ ফারদিন গাজী কুটি ও ইবাদত গাজীর নাম প্রস্তাব করে ছিলেন। কিন্ত ইবাদত গাজী দাতা সদস্য হওয়ার জন্য বিদ্যালয়ের ০২ শতক জমি পুনরায় বিদ্যালয়ের নামে লিখে দেন। যার দলিল নং২৭৬৩ তারিখ ১০-৯-২০২০। ইউনিয়ন ভুমি কর্মকর্তার প্রতিবেদনে দেখা যায় ইবাদত গাজী দাখিলা বিহীন জমি রেষ্ট্রি করে দিয়েছেন ওই বিদ্যালয়ের নামে। তাছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল হাতে পেয়ে ও তিনি নামজারি করেন নাই। তা হলে কি সরিষার মধ্যে ভুত।অপরদিকে মৃত্যু চানগাজী বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে নিজের ৯৭ শতক জমি বিদ্যালয়ের অনুকূলে রেকর্ড করে দেন। বিধি মোতাবেক চান গাজীর মৃত্যুর পর তারই ওয়ারিশ ওই বিদ্যালয়ে দাতা সদস্য হইবেন। কিন্তু বিধিবাম। এই নিয়ে এলাকায় তোড়পাড়ের সৃষ্টি হয়েছে।প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন দীর্ঘদিন কমিটি বিহীন ভাবে প্রতিষ্ঠান চলছে। আমি বারবার তাগিদ দেওয়া সত্বে বিদ্যালয়ের কমিটির অনুমোন হচ্ছে না দাতা সদস্যর নিবার্চন নিয়ে।এ ব্যপারে লোহাগড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন দাতা সদস্য নিয়ে কমিটির জটিলতা হয়েছে। দাতা সদস্যর ঝামেলাটা শেষ হলে কমিটি ঘোষণা করা হবে।
মন্তব্য