মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভবানি মিল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন।আহতরা হলেন— রাঙ্গুনিয়ার উপজেলার জামেয়া-এ-নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও লালানগর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আলতাফ হোসাইন (৫১), পশ্চিম রাউজান বড়ুয়া পাড়ার লিটন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০) ও ঘাটচেক পৌরসভার আইয়ুবের ছেলে আরফাত (২০)।রাঙ্গুনিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. রবিউল হোসেন বলেন, ‘আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জামেয়া-এ-নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নঈম উদ্দিন বলেন, ‘আমরা হুজুরকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখন কিছু বলা যাচ্ছে না। হুজুরের সুস্থতায় সবার কাছে দোয়া চাই।’রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি। তিনজন গুরুতর আহত হয়েছেন। এবং গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালাতক রয়েছে।’এর আগে গতকাল রাত ১১টার দিকে অষ্টম শ্রেণির ছাত্র ফয়সাল (১৩) নামের একজনের উপজেলার সত্যপীর মাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তার বাড়ি পোমরা ইউনিয়নের ভোলার বাপের বাড়ি। তার মাও আশংকাজনক বলে জানা যায়।
মন্তব্য