আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১৩২নং সাতকানিয়া ওয়াহেদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর রাশেদুল হক ও উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ফয়সাল। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও ওয়াশ ব্লকের জায়গা নির্ধারণ উপলক্ষে কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেছেন।৯ জুলাই’২৩ ইং রবিবার সকাল ১০ টার সময় সাতকানিয়া ওয়াহেদর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মীর রাশেদুল হক ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ফয়সাল বিদ্যালয়ের নতুন ভবন নির্মান ও নতুন ওয়াশ ব্লক নির্মানের সম্ভাব্যতা যাছাই করেন। এসময় ওয়াশ ব্লকের ফিল্ড অফিসার লক্ষণ দাশ ও এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মুফিজুর রহমানসহ বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকবৃন্দ। এই সময় উপজেলা শিক্ষা অফিসার স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। স্কুল পরিদর্শনে আসায় ও গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য