সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গত শুক্রবার রাত ১০ ঘটিকার সময় দরবস্ত শ্রিখেল এলাকায় বাস ইজিবাইক দূর্ঘটনায় পাঁচজন এবং পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ২ ঘটিকার সময় আরো একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যাক্তিরা হলেন মোশদ আলি(৫০),হাজী নুরউদ্দিন(৫৫),আবদুল লতিব(৫০),মো কামাল(২৫) ও মতিন ওরফে কাচাই মিয়া (৪৫)।এদিকে নিহত পরিবারে খোঁজ নিতে ও সমবেদনা জানাতে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা প্রশাসক মো মজিবর রহমান।৮ ই জুলাই( শনিবার) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় তিনি জৈন্তাপুরের দরবস্ত এলাকায় দূর্ঘটনার স্পট পরিদর্শনে আসেন।এসময় তিনি সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ বি,আর,টি,এর কর্মকর্তাবৃন্দ।পরে তিনি নিহত প্রত্যেক ব্যাক্তির পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রূত সুস্থতা কামনা করেন।এর পাশাপাশি নিহত পরিবারের প্রত্যেকের দাফন কাফনের খরচবাবদ ২০০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার ঘোষনা দেন যা আগামী সপ্তাহে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মন্তব্য