যা ভেবেছি আমি বসে নিরালায়
মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ১২ এপ্রিল ২০২৪ খ্রিঃ
কষ্টেই আমার জীবন সঙ্গী
পথহারা ভাবুক মনের পথিক
সুখের পৃথিবী দেখবো বলে
বলছিলাম কথাটি সঠিক।
হাতটি তোমার ধরতে চেয়েছি
দুচোখ ভরে স্বপ্ন দেবে ঠিক
তোমায় বুকে জড়িয়েছিলাম
তুমি ভাবলে আমায় বেঠিক।
তারপর তো ইতিহাস গড়লে
সারা জীবন দীর্ঘশ্বাসে ফিট
তীর হারা ঢেউয়ে নীড় হারা
রাত জাগা পাখি হয়ে হিট।
তুমি আমি জেগে আছি
দুটি মনের বিশ্বাস জোড়ায়
তুমি ও কি তা ভাবছো একা
যা ভেবেছি আমি বসে নিরালায়।
মন্তব্য