সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
সম্প্রীতির বন্ধনে আর্তমানবতার সেবায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ। ২০১৬ সালের ১৮ই সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ও জৈন্তা মায়ের কয়েকজন কৃতি সন্তানের হাত ধরে অগ্রযাত্রা শুরু করে এই প্রবাসী সংগঠনটি।২৩শে সেপ্টেম্বর ( শনিবার) সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ১০ ঘটিকায় হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে সংগঠনের সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ সম্মাননা স্মারক ও মেডেল বিতরণ অনুষ্ঠিত হয়।দরবস্ত হাইস্কুলের সন্নিকটে হেলালী মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপদেষ্টা মন্ডলির সদস্য ও প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও গ্রুপের অন্যতম সংগঠক মুজম্মিল আলি হেলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মুখ্য সঞ্চালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বংশদ্ভূত আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশ মালয়শিয়া সিঙ্গাপুরের মত বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা এই গ্রুপের সক্রিয় সদস্য।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, আর্তমানবতার সেবায় এই গ্রুপর কর্যক্রম প্রশংসনীয়। নিজের ও পরিবারের প্রয়োজনে নাড়ীর টান ছিন্ন করে জীবনমান উন্নয়নে দূর প্রবাসে মানুষ উন্নত কর্মসংস্থান নিশ্চিতে পাড়ী জমায়। নিজের প্রয়োজনের পাশাপাশি দেশের জন্য বিপুল পরিমাণ রেমিট্যান্সের যোগান দিয়ে রাষ্ট্রের রিজার্ভ বৃদ্ধিতে রাখছে অসামান্য অবদান। এরই পাশাপাশি পরিবার ও রাষ্ট্রের অবদানের পর সমাজের হতদরিদ্র মানুষের কল্যানে কাজ করে আলোচনায় উঠে আসা সংগঠনটির নাম জৈন্তাপুর প্রবাসী গ্রুপ।২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এই গ্রুপের স্বপ্নদ্রষ্টা লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ দুদু, যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আব্দুন নাসের, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু এবং ফয়েজ আহমেদ সহ জৈন্তামায়ের গর্বিত সূদুর প্রবাসে প্রতিষ্ঠিত কয়েকজন কৃতি সন্তানের হাত ধরে সংগঠনটির অভিষেক।মাত্র ৭ বছরের মাথায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের নিকট ১৮ ধাপে ১কোটি ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সংঘটনের সদস্যবৃন্দরা।বৈশ্বিক মহামারি করোনা,২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যা,দূরারোগ্য ব্যাধীতে আক্রান্তদের চিকিৎসা সহায়তা, কন্যা দায়গ্রস্ত পিতার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, গৃহনির্মাণ সহ বছরের বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসবে হতদরিদ্রের আর্থিক সহায়তা প্রদানের মত মানবিক কাজ গুলো করে আসছে প্রবাসে থাকা সংগঠনের সদস্যবৃন্দ।আলোচনায় সমাপনী বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর প্রবসীগ্রুপ আর্তমানবতার সেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বিশেষ করে ফয়েজ আহমেদ গ্রুপের সকল সদস্যদের মাঝে রিলেশন সৃষ্টি করে এই গ্রুপের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এছাড়াও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের সকল জৈন্তামায়ের গর্বিত প্রবাসী সন্তানেরা গ্রুপের সফলতা দেখে এখন সেচ্ছায় মানবতার কাজে এগিয়ে আসছেন।বক্তারা আশাবাদী অদূর ভবিষ্যতে এই প্রবাসী গ্রুপের কার্যক্রম আরো বেগবান হবে।এসময় উপস্থিত হতদরিদ্র সুবিধাভোগীদের নিকট জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সকল সদস্য ও তাদের পরিবারের কল্যাণে দোয়া চাওয়া হয়।এসময় আরো বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম উপদেষ্টা এটিএম বদরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া,বাহারাইন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন।আরো উপস্থিত ছিলেন কাতার প্রবাসী মোহাম্মদ আয়াতুল্লাহ, সৌদী প্রবাসী ইমরান আহমেদ, গ্রুপের সদস্য আবুল কালাম শিকদার,ফ্রান্স প্রবাসী সেলিম আহমদ, হাফিজ আবদুল মজিদ,নূর মোহাম্মদ হুনা আলি,আনোয়ার হোসেন ও সালমান সুলেমান।সভায় হতদরিদ্র ৪৫ পরিবারের হাতে আর্থিক সহায়তা সহ সংঘঠনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিসরূপ ২৪ জন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
মন্তব্য