মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর রংপুর।
মেঘ মেঘ বৃষ্টি
স্রষ্টার মহিমায় উজ্জীবিত
কী অপরুপ সৌন্দর্য সৃষ্টি
দেখতে থাকো অপলক দৃষ্টি।
ভিশন আনন্দ আড্ডায় দিনটি
গল্পের বই পড়তে পাবে মিষ্টি
বৃষ্টি ঝরে পরিবেশে ঝুঁকি বাড়ে
ঘরবাড়ি অফিসে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হলো।
মোবাইল ফোনের চার্জ সন্নিকটে
হাজার কাজের ব্যঘাত ঘটে
গাছের ডাল বাতাসে নড়ে চড়ে
রাস্তা নদীনালা খাল বিলে পানি জমে।
কাচা রাস্তায় কাদাঁ জমে
রাস্তা ঘাট ব্রীজ ভেঙে পড়ে
পথে প্রান্তরে চলতে ভোগান্তির রেশ
বৃষ্টি ঝরে মনটা কষ্টে থাকে বেশ।
বৃষ্টি ঝরে আকাশ পানে বাশঁ বাগানে
বাড়ির উঠান পুকুর পাড়ে মাঠের ঘাসে
দেখতে লাগে ফোটা ফোটা মিষ্টি
দেখছি দেখবো দৃষ্টি দিয়ে বৃষ্টি।
বন্ধু বোন ভাই দেখো মেঘ মেঘ বৃষ্টি
মেঘের ভেলায়বন্ধুত্বের বন্ধনে হোক
বৃষ্টির তরে আসমান জমিনে
তোমার আমার ভালোবাসার সৃষ্টি।
মন্তব্য