নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম,
১ লা সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ” মুক্ত রাজনৈতিক আন্দোলন ” কেন্দ্রিয় টিম এর উদ্যোগে
“ভূমিপুত্র সিরাজুল আলম খান আজ ও আগামীকাল “বইয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জনাব মিয়া মালেক রেদওয়ান সিদ্দিকী ( রানা সিদ্দিকী) র সভাপতিত্বে বইটি পাঠ করেন যথাক্রমে — ফেরদৌস আহমেদ টিটু, ছাত্র পরিষদ এ-র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ও মসিউর রহমান মসি। আলোচনা করেন মুক্ত রাজনৈতিক আন্দোলন এ-র কেন্দ্রিয় সভাপতি স্বরূপ হাসান শাহীন, সমাজতান্ত্রিক শ্রমিক জোট এ-র কেন্দ্রিয় সভাপতি জনাব মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির চেয়ারম্যান জনাব এম এ আউয়াল,জনাব মিল্টন হোসেন, হাফিজুল ইসলাম খোকন, মোঃ হামিদল হক,লুৎফর আলম চৌধুরী, মিলন রহমান, অধ্যাপক মোঃ ইদ্রিস প্রমুখ।সভায় বক্তৃতা কালে স্বরূপ হাসান শাহীন এই কথা বলেন। আলোক গণ আরো বলেন, প্রচলিত রাজনীতি শুধু মাত্র দলীয় প্রতিনিধির দ্বারা দেশ শাসনের কথা বলে। আমরা মনে করি দলীয় ও অদলীয় উভয় রাজনীতির সমন্বয়ে রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে দেশ এবং জাতির চলমান সংকট অব্যাহত থাকবে। আমরা মনে করি দলীয় ও অদলীয় উভয় মিলেমিশে অংশীদারিত্ব মূলক গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জনগণের মুক্তি নেই। এই জন্য সিরাজুল আলম খান এর ১৪ দফাই সংকট মুক্তির একমাত্র পথ।মুক্ত আলোচনায় ” কেন অদলীয় রাজনীতি ” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ফারজানা ইয়াসমিন চৌধুরী।
মন্তব্য