নিউজ ডেস্ক >>> জ্ঞানের আলোয় জীবন গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ সেপ্টেম্বর(রবিবার) সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড়(পশ্চিমপাড়া) জামে মসজিদে বাদ এশা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা মো.আব্দুর রহিম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হিলফুল ফুজুল সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রহিম মিজান,স্বাগত বক্তব্য রাখেন হিলফুল ফুজুল সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল বারী কাজী।সভায় হিলফুল ফুজুল সংগঠনের ১৮টি কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন ওই সংগঠনের পরিচালক মো. গোলাম রাব্বানীআহাদ।সংগঠনের সহ-পরিচালক মো. নাইম খাঁনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ইসলামী গজল পরিবেশন করেন মো. আব্দুল্লাহ আল নাহিদ। এরপর মোনাজাত করেন ওই মসজিদের ইমাম মাওলানা সাদ্দাম হোসেন। শেষে উপস্থিত সবার মাঝে সংগঠনের ভর্তি ফরম বিতরণ করা হয়।
মন্তব্য