মোংলা (বাগেরহাট)প্রতিনিধি >>> সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও নৌ বাহিনী। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাঁজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।তিনি আরো বলেন, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে।এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য