১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম’র যোগদান নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ। ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর।
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> সিলেট >> সুনামগঞ্জ >> সোস্যাল মিডিয়া
  • সুনামগঞ্জে ঢাকাগামী আল-মোবারাকা পরিবহণের চাপায় এক নারী নিহত
  • সুনামগঞ্জে ঢাকাগামী আল-মোবারাকা পরিবহণের চাপায় এক নারী নিহত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুৃনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় ঢাকাাগামি একটি যাত্রীবাহি ( আল মোবারাকা) পরিবহণের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম আরিজান বিবি(৬৫)। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ফজর আলীর সহধর্মিনী।সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে ও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।স্থানীয় ও ঘটনাস্থলে অবস্থানকারী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল জানান,নিহত বৃদ্ধা তার ছেলে একরাম উল্ল্যাহকে নিয়ে জামালগঞ্জের রাজাবাজ গ্রাম থেকে সিএনজি যোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার ভার্ডে এসেছিলেন বৃদ্ধা আরিজান বিবির চোখের সমস্যা নিয়ে। ভার্ডের সামনে রাস্তার পাশে সে সিএনজি থেকে নামার সময় সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাাগমি আল মোবারাকা যাত্রীবাহি পরিবহণ ঐ মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এখানকার স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেন। এই সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. রফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও চালক ও হেলফার পালিয়ে যায়। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে নিহত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে মর্গে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।এ ব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে একরাম উল্ল্যাহ বলেন এই ঢাকাাগমি আল মোবারাকা বাসটি আামর মাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি তার মায়ের খুনী ঘাতক চালক ও হেলফারের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের নিকট দাবী জানান।এ ব্যাপারে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনায় এই বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ কওে বলেন,ড্রাইভারগণ একটু সচেতন হলে এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনা থেকে নিরীহ মানুষ রক্ষা পেতেন।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ##

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page