আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষের শোক প্রকাশ ও দোয়া মাহফিল।সীতাকুন্ড বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ২৫শে জুলাই মঙ্গলবার বাদ যোহর নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করে।উক্ত দোয়া মাহফিলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ ফ্যাকাল্টী ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যানবৃন্দ, ডিভিশনের পরিচালকগন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল। দোয়া মাহফিলে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।উল্লেখ্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্র আলী আহসান মারুফ ও কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্র এনায়েত উল্লাহ গত ২৪শে জুলাই সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় এবং পরবর্তীতে আনুমানিক রাত ১০ টায় তাদের মৃতদেহ পাওয়া যায়। রাত ৩ টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নৌ পুলিশ কর্তৃক নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মন্তব্য