সাইফুল ইসলাম বাবু,সিলেট থেকে>>> সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে ৫৭০০ কেজি ভারতীয় আপেল ও (EICHER RUNNER) ট্রাক আটক করেছে বাংলাবাজার বিওপি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বিজেপি সূত্রে জানা যায়,শুক্রবার ১১ অক্টোবর আনুমানিক সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক কিরনপাড়া নামক স্থান হতে ৫৭০০ কেজি ভারতীয় আপেল এবং ১টি EICHER RUNNER ট্রাক আটক করে। যার আনুমানিক বাজার মূল্য-৬৩,৫০,০০০.০০ (তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন,উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেল এর এই বড় চালানটি জব্দ করা হয়।আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
মন্তব্য