রিপোর্ট:ব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা কেরানিহাট বাজারে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন ব্যাবসায়ীকে ৪ টি মামলায় ২৬ হাজার ২শত টাকা অর্থদন্ড এবং ১১ শত কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ জুলাই) বিকেল ৩ টার দিকে সাতকানিয়া থানাধীন কেরানিহাট এলাকায় ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।এই সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।সার্বিক সহযোগিতায় সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।সাতকানিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ভোরের চেতনা পত্রিকার প্রতিবেদককে বলেন,পলিথিনের ব্যবহার কমাতে আমরা চেষ্টা করছি।এরই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি।তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে,মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ কে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স রাইহান ট্রেডার্স কে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৩০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স ইছা এন্টারপ্রাইজ কে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়।উন্মুক্ত পরিবেশে ধুমপান করার অপরাধে ধুমপান ওতামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এর নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।আদায়কৃত অর্থ সরকারের কোষাগার জমা দেওয়া হয়।জনস্বার্থে সাতকানিয়া সাতকানিয়া উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য