নিউজ ডেস্ক>>> চট্টগ্রাম সাতকানিয়া পৌর সদরে গত ২৪জুলাই সোমবার দিবাগত রাত ১০টার দিকে
চট্টগ্রামের সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক সৈয়দ মাহফুজ উননবী খোকনের উপর হামলার চেষ্টার তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)চট্টগ্রাম বিভাগীয় কমিটি,কমিটির সভাপতি আবদুল্লাহ আল মারুফ তার প্রতিক্রিয়ায় বলেন,এসব হামলার চেষ্টায় জড়িত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান।উল্লেখ্য, গত ২৪জুলাই সোমবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রামর সাতকানিয়া পৌর শহরে সন্ত্রাসীরা এ হামলার চেষ্টা করেন বলে জানা যায়। উনাকে হত্যার চেষ্টা করেছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ সময় হামলার শিকার সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ উননবী খোকন কৌশলে থানার ভেতর ঢুকে প্রাণে রক্ষা পান। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন থানায় ঢুকে পড়লে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে থানার মূল ফটকের বাইরে রাস্তায় পাহারা দিতে থাকে। বিষয়টি সাতকানিয়া থানার অফিসার ইনচার্জকে জানালে তিনিসহ থানার কয়েকজন পুলিশ সন্ত্রাসী ধাওয়া করেন। পরে পুলিশ ফোর্স দিয়ে সাংবাদিক খোকনকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেন।আব্দুল্লাল মারুফ আরো বলেন ,এসব চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানাই।
এই হামলার হীন ঘটনায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও সকল জেলা উপজেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে৷
মন্তব্য