জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. নবী উল্লাহ (২৪), পিতা-মোহাম্মদ বকসু, মাতা-তৈয়বা খাতুন, স্থায়ী গ্রাম-কুতুপালং ক্যাম্প-২ W, ব্লক-সি-১০, এফসিএন নং-৫০৩৮৪৯, মাঝি সেলিম, থানা-উখিঁয়া, জেলা-কক্সবাজার, ২. মোঃ সাইফুর রহমান (৩০), পিতা- সুলতান আহাম্মদ, মাতা- মরিয়ম খাতুন, স্থায়ী গ্রাম-জাউসপাড়া, গর্জনিয়া মৌলভি সুলতানের বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজারদ্বয়ের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত- ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২২ জুলাই ২০২৩, ২২:৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৭, তারিখ- ২৩ জুলাই ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
মন্তব্য