নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া >>> (কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাস্টার জয়নাল আবদীন গত ১৪ নভেম্বর, শুক্রবার, বাদে মাগরিব সাতকানিয়া উপজেলার অন্তর্গত দস্তিদার হাটে ‘লাক্সারী ফার্নিচার পয়েন্ট’-এর ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন উদ্বোধনকালে প্রধান অতিথি মাস্টার জয়নাল আবদীন বলেন, যারা হালাল ব্যবসা করেন, তারা নবী-সিদ্দিকদের সাথে হাশর-নশর হবেন। তিনি আরও বলেন, সৎ ব্যবসায়ীদের রুজি-রোজগারে আল্লাহ বরকত দান করেন। তিনি নবপ্রতিষ্ঠিত এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন এবং সেক্রেটারি অধ্যক্ষ জাবেদ। ঢেমশা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান সিকদার মোঃ এহেসান মোহাম্মদ ইলিয়াস সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, । ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরাও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন।লাক্সারী ফার্নিচার পয়েন্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, তারা মানসম্মত ফার্নিচার সরবরাহের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।











মন্তব্য