আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>
লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, সেলাই মেশিন, হুইল চেয়ার, শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় লায়ন মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু ও বিশেষ অতিথি ছিলেন জেলার ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোর্শেদ ও জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী।
এতে জোন চেয়ারপার্সন কনর্সান লায়ন মো. টিপু সোলতান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আরসি কনসার্ন লায়ন মো. হোসেন রানা, আরসি হেডকোয়ার্টার লায়ন অঞ্জন শেখর, আরসি লায়ন তপন কুমার দত্ত, জোন চেয়ারপার্সন লায়ন ওহিদ ইসলাম সিকদার, ডিসিসি লায়ন পার্থ ভট্টাচার্য ও মো. আনিছুর রহমান সিকদারসহ অন্যরা।
মন্তব্য