আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ৯ জুলাই রোববার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।কেরানিহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় ৭ জনকে মোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ অনলাইন গণমাধ্যম বন্ধে কয়েকটি প্রতিষ্ঠানে নজরদারি করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠান গুলো বন্ধ পাওয়া যায় বলে জানায়। মোবাইল কোর্টের মাধ্যমে সাজেদা প্যাথলজিকে লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা, বিধান ধরকে ৩০ হাজার টাকা,ডেইজী রানীকে ২০ হাজার টাকা, শাহ মজিদিয়া ডেন্টাল কেয়ারের সত্বাধিকারীকে ২ হাজার টাকা, মেসার্স কবির মেডিকোকে লাইসেন্সের শর্ত প্রতিপালন না করায় ৫ হাজার টাকা, কেরানিহাট ফুড সেন্টারকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অব্যবস্থাপনার জন্য ২০ হাজার টাকা ও ইনশাআল্লাহ রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেকটর, ছরোয়ার কামাল,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য