রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া প্রশাসন কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না মাটি মাটিখেকো দের,দিনরাত অভিযান পরিচালনা করেও থামছে না মাটিকাটা,তারই অংশবিশেষ, চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির মাটি কাটার অপরাধে একটি ইটভাটাকে ১’লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল বেলা ১২’টায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় এইচএবি ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।দণ্ডিত ইটভাটা ম্যানেজার মো. তানিম (৩৮)। চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার আইয়ুব আলীর পুত্র।সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিম বলেন, এওচিয়া চনখোলায় মাটি কেটে নিজ ব্রিকফিল্ডে দেওয়ার কথা স্বীকার করায় এইচএবি ইটভাটাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এরকম কাজে আর লিখতে হবে না হবে না বলে তার কাছ থেকে, মোচলেখা নেওয়া হয়েছে।এসময় অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা।
মন্তব্য