মোস্তফা জামান চৌধুরী,স্টাফ রির্পোটার।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ (সমাজকল্যাণ মন্ত্রনালয় পরিচালনাধীন )কর্তৃক অনুমোদিত সমাজ সেবা অফিস উখিয়া কর্তৃক কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া কে ৩০০০০-(ত্রিশ হাজার) টাকার চেক হস্তান্তর সম্পন্ন হয়।চেক প্রদান করেন আল মাহমুদ হোসেন সমাজ সেবা অফিসার, উখিয়া উপজেলা। চেক গ্রহণ করেন মুহাম্মদ শাহ আলম সভাপতি ও মোঃ নুরুল আলম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া। উল্লেখ্য গত ১৮জুলাই ২০২৩ইং বাংলাদেশ যুব ও ক্রিড়া মন্ত্রণালয় হতে ৪০হাজার টাকার অনুদানের আরেকটি চেক অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে চেক গ্রহণ করেন-মুহাম্মদ শাহ আলম সভাপতি ও মোঃ নুরুল আলম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া।১৯৯৫ সাল থেকে আত্ন-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া। তাছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন করে আসছে।কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া যে সব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা হল-বাল্যবিবাহ, মানবপাচার, শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার,এইচআইভি বিষয়ে সচেতনতা, মেধাবী ও অসহায় ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান।কেন্দ্রীয় ফেমাস সংসদ উখিয়া সংগঠনটি ২০০২ সালে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় যার রেজিষ্ট্রেশন নাম্বার ১৯৬/২০০২।
মন্তব্য