মোঃ আব্দুল লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি ;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে এক স্কুল শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি)সকাল আনুমানিক ৯টার দিকে যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া(৯) যাদবপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।নিহতের পরিবার জানায়, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল না করায় সকাল ৯ টার দিকে লামিয়ার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করেন। মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর এ সুযোগে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গেলে ঘরের আড়ার সাথে নিজের উড়না পেঁচানো লামিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তিনি আরও জানান, শিশুর পরিবারের কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য