মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।উপজেলার শিক্ষক প্রতিনিধিরা মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টার কাছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর মাধ্যমে একটি স্মারক লিপি পেশ করেন।মঙ্গলবার (২৪সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত হয়ে বর্তমান সময়ে শিক্ষাবান্ধব অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে সারাদেশে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লক্ষ্যে এ আয়োজন করা হয়।এ মানববন্ধনে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা বক্তব্যে দেশে মাধ্যমিক স্তরের শিক্ষা-ব্যবস্থায় যে বৈষম্যে বিদ্যমান আছে তা দূর করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক স্তর জাতীয়করণের গুরুত্ব তুলে ধরেন।এসময় শিক্ষক প্রতিনিধি কাইয়ুম হোসাইন অন্তবর্তী সরকারের কাছে আকুতি করে বক্তৃতায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান।
মন্তব্য