মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সখিপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দিবসটি পালন উপলক্ষে সকালে সখিপুর উপজেলা শহীদ বেদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।এদিকে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিনের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান, ১৯৭১ সনের কাদেরিয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক এর সভাপতিত্তে এবং সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লেবু মিয়া, এবং প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান ।
পরে রচনা প্রতিযোগিতা,চিত্রাংকনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য