মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া এলাকায় স্বামীর পরকীয়া সন্দেহ স্ত্রী কাঠের লাঠির(চলা) আঘাত করলে ঘটনাস্থলে স্বামীর মৃত্যু হয়।শনিবার (৫এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটে। উভয়ের মধ্যে ঝগড়া চলাকালীন স্বামী জুয়েল রানাকে(৩৮) মাথায় আঘাত করে স্ত্রী তানিয়া আক্তার। শনিবার দিবাগরাত ১ টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবেশী ও স্বজনরা জানান,কয়েক বছর যাবৎ পেশায় রাজমিস্ত্রী জুয়েল(৩৮)কে স্ত্রী তানিয়া(৩০) পরকীয়া আসক্ত বলে সবসময় ঝগড়া করত। এনিয়ে রোজার মাসে পারিবারিকভাবে শালিশও করা হয়। কিন্তু শুক্রবার রাতে বাড়ি ফেরার পর দু’জনের মধ্যে ঝগড়াঝাটির একপর্যায়ে তানিয়া লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে প্রতিবেশী শামীমসহ কয়েকজনকে তানিয়া নিজেই ডেকে আনে।ততক্ষণে জুয়েলের মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মৃত্যু হয়।নিহত জুয়েল শিকদার গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিয়ান দক্ষিণপাড়া মজনু শিকদারের ছেলে।হত্যার অভিযোগে আটক তানিয়া আক্তার ময়মনসিংহ জেলার বাটাজোর ঢাকুরিয়া এলাকার তায়েজ উদ্দিনের মেয়ে। গত১৬ বছর আগে জুয়েল প্রেম করে বিয়ে করে তানিশাকে। সে তিন সন্তানের জননী।এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান,ঘটনা্স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য