মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে জাতীয় মৎস সপ্তাহ’২৩ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৫জুলাই) সকাল ১১টায় সখিপুর উপজেলা মিলনায়তনে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ সভা অুনুষ্ঠিত হয়। এতে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর-বাসাইলের এমপি আলহাজ বীরমুক্তিযোদ্ধা এড জোয়াহেরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল,প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম,সেক্রেটার মোঃ আঃ লতিফ মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে যাদবপুর ইউ.পি এর চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও মৎসজিবীদের মধ্যে মোঃ কামরুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আলীম মাহমুদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলার সকল মৎসজিবীগন,ইলেক্্িরক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন- মৎস উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পুর্ণ হয়েছে। মৎসচাষে সখিপুর এক ধাপ এগিয়ে গেছে। এ বছর মৎস অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্ঠায় সখিপুরের একজন চাষী সারা বাংলাদেশের মধ্যে জাতীয় পুরস্কার ২০২৩ এ ভুষিত হয়েছেন, তিনি হলেন- কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এটা আমাদের সখিপুরের জন্য গর্বের বিষয়। প্রধান অতিথি এর পূর্বে সখিপুর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও র্যালিতে অংশগ্রহণ করেন।
মন্তব্য