মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর ( টাংগাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কাকড়াজান ইউনিয়নের আদানী-ভুয়াইদ গ্রামে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে সুফিবাদী জনতার মানববন্ধন ও পরবর্তীতে ওরস মাহফিল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেছেন।১৫ ডিসেম্বর( রবিবার) সকাল ১১টায় উপজেলা মাঠে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার কাকরাজান ইউনিয়নের আদানি ভূয়াইদ এলাকায় অবস্থিত পাগল কোরবান আলী ওরফে কুটুম পাগলের মেলা অনুষ্ঠিত হয় কিন্তু গত ১২, ১৩ ১৪ ডিসেম্বর ওরস মাহফিল দিন ধার্য থাকলেও মৌলবাদী গোষ্ঠী মেলাটি অনুষ্ঠিত হতে দেয়নি বলে সুফিবাদি জনতা স্বারক লিপিতে উল্লেখ করেন।কুটুম পাগলার অনুসারীরা মেলাটি যাতে পুনরায় এ বছরই করা যায় সে ব্যাপারে উপজেলা বিএনপি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।তাদের বক্তব্যে তারা উল্লেখ করেন নিজ নিজ ধর্ম পালন করার প্রত্যেকের অধিকার রয়েছে।পরবর্তীতে একদিন অনুষ্ঠান করার প্রস্তাব করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন,বিষয়টি আলোচনা করে জানানো হবে।মানববন্ধনে বক্তব্য রাখেন শিশির আহমেদ, জহির হাসান, ফকির মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ,এ সময় কুটুম পাগলার বেশকিছু ভক্ত আশেকান উপস্থিত ছিলেন।
মন্তব্য