মোঃ আঃ লতিফ মিয়া
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে শনিবার (২৬আগস্ট) সকাল সাড়ে দশটায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জয়নাল আবেদীন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুলাল হোসেন, খান রফিক, শরিফুল ইসলাম শরীফ, মানিবুর রহমান, উম্মে হাবিবা, নিশাত সুবেহ দীপ মানববন্ধনে বক্তব্য রাখেন। উল্লেখ্য,১৪ আগস্ট জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ফারজানা আলম। মানববন্ধনে বক্তারা বলেন, জয়নাল স্যারের মতো ধার্মিক, নীতিবান প্রধান শিক্ষক দু যুগের মধ্যে আমরা দেখিনি,শিক্ষকের বিরুদ্ধে যদি এমন ঘৃন্য ষড়যন্ত্র থাকে, তবে কিভাবে শিক্ষকতা করবো? এটা সকল শিক্ষক সমাজের জন্য কলংক। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলী তার নিজ স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, ও সহকর্মীরা তার মুক্তির দাবি জানান।
মন্তব্য